top of page

ত্রিপুরায় অভিষেকের গাড়িতে হামলার জের, সামসী রেল স্টেশনে বিক্ষোভ

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে সামসী রেল স্টেশনের বাইরে অবস্থান বিক্ষোভ টিএমসিপির। পরে সামসীর ৮১ নম্বর জাতীয় সড়কের ঘাসিরাম মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় ঘণ্টা খানেক বিক্ষোভ দেখায় টিএমসিপি। এই কর্মসূচির নেতৃত্ব দেন চাঁচল-১ ব্লক ও রতুয়া-১ ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রকি ও সাহিদ আক্তার।তাঁদের দাবি, উত্তর পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা। সেখানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব। তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page