top of page

নতুন কমিটির দাবিতে মৌসমের বাড়ি ঘেরাও

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পুরোনো ব্লক কমিটি ভেঙে দেওয়ার প্রতিবাদ জানিয়ে আজ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রীর নিজস্ব বাসভবন কোতওয়ালিতে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। যদি দলীয় সভানেত্রী সেই সময় বাড়িতে ছিলেন না।


উল্লেখ্য, কালিয়াচক ২ ব্লকের নতুন ব্লক কমিটি তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, কংগ্রেস থেকে তৃণমূলে আসা বিধায়ক নিজের কংগ্রেস কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করেছেন। এই কমিটি তাঁরা মানতে রাজি নন। দলীয় সভানেত্রীর কাছে তাঁরা পুনরায় কমিটি গঠনের আর্জি নিয়ে এসেছেন।


যদিও আজ সকালেই হবিবপুর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চলে যান জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর। তবে দলীয় কর্মীদের বিক্ষোভে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page