দুরাবস্থার কথা সম্প্রচার হতেই পাশে দাঁড়ালেন স্থানীয় নেতা
আমাদের মালদায় সম্প্রচারের পরেই সাহায্য মিলল অসহায় মহিলার। স্থানীয় এক তৃণমূল নেতা ওই মহিলার পাশে দাঁড়ালেন। আজ ওই মহিলার সঙ্গে দেখা করে খাদ্যসামগ্রী ও সামান্য আর্থিক অনুদান তুলে দিলেন ওই মহিলার হাতে।
হরিশচন্দ্রপুরে লোটেরা গ্রামের বাসিন্দা গোলেনুর বিবি। জন্মের একমাস পরের দৃষ্টিশক্তি হারান তিনি। দশ বছর আগে বাবা মারা যাওয়ার পরে পরিবারের লোকজন প্রাপ্য সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করে। তিনি চলে যান সুলতাননগর গ্রামপঞ্চায়েতের পার্শ্ববর্তী যোগীলাল গ্রামে। সেখানেই ভিক্ষাবৃত্তি করে দিন কাটাচ্ছিলেন তিনি। অসহায় এই মহিলার কাহিনী আমাদের মালদায় সম্প্রচারের পরেই স্থানীয় তৃণমূল নেতা বুলবুল খান তাঁর পাশে দাঁড়ালেন। আজ গোলেনুর বিবির সঙ্গে দেখা করে তাকে খাদ্যদ্রব্য এবং সামান্য আর্থিক সাহায্য করলেন তিনি।
তিনি বলেন, সংবাদমাধ্যমের থেকে বিষয়টি জানতে পারি। আজ তিনি ওই মহিলার সঙ্গে দেখা করে কিছু খাদ্যসামগ্রী ও সামান্য অর্থ তুলে দিয়েছেন। পাশাপাশি ওই মহিলা যাতে সরকারি সাহায্য পান তাঁর চেষ্টা করবেন তিনি।
সামান্য কিছু খাদ্য ও অর্থের জেরে কয়েকটা দিন হয়তো নিশ্চিন্তে কাটবে গোলেনুর বিবির। তবে সরকারি ভাতা কবে মিলবে সে প্রশ্নের জবাবের খোঁজে এখনও রয়েছেন তিনি।
[ আগের খবরঃ করোনা আবহে সরকারি সাহায্য ছাড়া লড়াই দৃষ্টিহীনের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires