top of page

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, অস্বস্তিতে নেতৃত্ব

তৃণমূল কর্মীদের দলে ফেরানো নিয়ে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল হরিশ্চন্দ্রপুরে। ঘটনাকে কেন্দ্র করে ফের অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।



দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা অঞ্চলের অধীনে বড়ল গ্রামে অঞ্চল সভাপতি মনোজ রামের নেতৃত্বে একটি সভার আয়োজন করা হয়। সেই সভা থেকে প্রকাশ্যে হুংকার দেওয়া হয়, বিধানসভা নির্বাচনের আগে যারা দল ছেড়ে চলে গিয়েছিল কিংবা নিষ্ক্রিয় ছিল তাদেরকে দলে ফেরানো হবে না। এই হুংকারের কথা দলের মধ্যে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। দলের একাংশের দাবি, অঞ্চল সভাপতি নিজেই দুর্নীতিগ্রস্ত। চাকরি দেওয়ার নাম করে ইতিমধ্যেই প্রায় তুলসিহাটা অঞ্চল সহ হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় প্রায় ৫০ জন ছেলে মেয়ের কাছ থেকে টাকা তুলেছেন। কিন্তু চাকরি দিতে পারেননি। দলের অনেককর্মী এর প্রতিবাদ করায় তিনি তাদেরকে নিষ্ক্রিয়কর্মী বা দলত্যাগী বলে দাবি করছেন।




এদিকে, গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে শাসকদলের ব্লক নেতৃত্ব। তবে ফের একবার গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসায় খানিকটা অস্বস্তিতে পড়েছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Opmerkingen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page