নির্বাচনের আগে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে
top of page

নির্বাচনের আগে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে

প্রকাশ্য সভায় মন্ত্রীর বক্তব্যে ফের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। অন্তত এমনটাই মনে করছে বিরোধী শিবির।

গতকাল বিকেলে মালতিপুরের শ্রীপুরে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এক জনসভার আয়োজন করে তৃণমূল৷ জনসভায় ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি, রতুয়ার বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।


জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাবিনা বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের লড়াই হবে৷ এই লড়াইয়ের জন্য কর্মীদের প্রস্তুত থাকতে হবে। পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির লোকদেরই প্রার্থী করা হবে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলিই তৃণমূলের নির্বাচনি হাতিয়ার৷



সাবিনার এই মন্তব্যে তৃণমূলের কর্মীদের মধ্যে হইচই পড়ে যায়। সভা শেষ হতেই কর্মীদের মুখোমুখি হন জেলা সভাপতি। কর্মীদের বোঝানোর চেষ্টা করেন তিনি। বলেন, সিপিএম-কংগ্রেস থেকে অনেকে বিজেপিতে গিয়েছিলেন। তাঁদের অনেকেই এখন তৃণমূলে এসেছেন। কিন্তু এখনও মন থেকে তাঁরা পুরোনো দলের কর্মী। তাঁদের বিরুদ্ধেও তৃণমূলকে লড়তে হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page