top of page

দলীয় কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মন্ত্রীর, পালটা আক্রমণে বিজেপি

জেলা তৃণমূলের সাধারণ সভাতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শাসকদলে থেকেই পুলিশের বিরুদ্ধে সুর চড়ানোর জন্য নিদান দিলেন মন্ত্রী। পালটা বিজেপির অভিযোগ, পুলিশকে দিয়ে ভোট লুঠ করার পর এখন পুলিশকেই ভিলেন সাজিয়ে মানুষের সামনে ভালো হওয়ার চেষ্টা করছে শাসকদল।


শনিবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিংকর সদনে জেলা তৃণমূলের সাধারণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলীয় মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশের ভূমিকা নিয়ে নানা জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসছে। পুলিশ কোনোভাবে সাধারণ মানুষকে হয়রানি করলে সকলে একত্রিত হয়ে থানায় যাবেন। শাসকদলে থাকলে পুলিশের বিরুদ্ধে কোনও কথা বলা যাবে না তেমন নয়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সাধারণ মানুষের সঙ্গে যে ধরণের ঘটনা ঘটছে তাতে আমরা ক্ষিপ্ত। মানুষ এতদিন জন প্রতিনিধিদের ওপর ক্ষুব্ধ হতেন, এখন মানুষ পুলিশের ওপর ক্ষিপ্ত। পুলিশের উচিৎ দলমত নির্বিশেষে কাজ করা। আমি নিজে কখনও পুলিশের থেকে সুবিধে নিতে যায়নি।



বিজেপি নেতা অম্লান ভাদুড়ি বলেন, এতদিন তৃণমূল পুলিশকে কাজে লাগিয়ে ভোট লুঠ করে নির্বাচনে জিতল। আর এখন পুলিশেকই ভিলেন সাজিয়ে মানুষের সামনে দলের ভাবমূর্তি ভালো করার চেষ্টা করছে শাসকদল। তৃণমূলের এই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে। এভাবে আর মানুষকে বোকা বানানো যাবে না।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page