সমবায় সমিতির নির্বাচনে সিপিআইএম-তৃণমূল সেটিং তত্ত্ব!
রাজ্য রাজনীতিতে যখন তৃণমূল-বিজেপি সেটিং তত্ত্ব নিয়ে এত নিউজ প্রিন্ট খরচ হচ্ছে, সেই সময় পুরাতন মালদায় সমবায় নির্বাচনে সিপিআইএম-তৃণমূল সেটিং তত্ত্বের অভিযোগ তুলছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিআইএম ও তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, দুর্নীতি উপড়ে ফেলতে মানুষের জোট হয়েছে। কোনও রাজনৈতিক দলের জোট নয়।
আগামী ৩১ ডিসেম্বর মালদা তাঁতবিহীন তন্তুবায় সমবায় লিমিটেডের নির্বাচন হতে চলেছে। মোট ৯টি আসনের জন্য সমিতির ২২৫ জন সদস্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এই নির্বাচন ঘিরেই গুঞ্জন শুরু হয়েছে। ৯টি আসনের মধ্যে ৬টি আসন সিপিআইএম'কে ছেড়ে দিয়ে তিনটি আসনে প্রার্থী দেবে তৃণমূল। এমনই শর্তে নাকি দুদলের অলিখিত জোট হয়েছে।
বিজেপি মজদুর ইউনিয়নের জেলা সভাপতি অতুলচন্দ্র সরকার বলছেন, আগামী ৩১ ডিসেম্বর ওই সমিতির নির্বাচনে সিপিএম আর তৃণমূল জোট বেঁধে নির্বাচনে লড়াই করছে৷ এই সমিতির নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রার্থী হয় না৷ এই নির্বাচনে সিপিএম আর তৃণমূল এখানে ঢোকার চেষ্টা করছে৷ এর বিরুদ্ধে আমরা লড়াই করব এবং জিতব৷
তৃণমূলের খেতমজুর সংগঠনের ব্লক সভাপতি কৃষ্ণ সাহা জানান, এখানে কোনও রাজনৈতিক দলের জোট হয়নি, মানুষের জোট হয়েছে৷ আমরা এই সমবায় সমিতির দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে চাই৷ নির্বাচনে জিতে সমিতিতে আমাদের বোর্ড হলে ৫০ বছরের হিসাব চাইব৷

সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক সাধন দাস জানান, যে নির্বাচন হতে চলেছে, সেটা পুরোপুরি নির্দলীয় নির্বাচন৷ ওই এলাকার মানুষ নির্বাচনে প্রার্থী দিয়েছে৷ তারাই প্রতিদ্বন্দ্বিতা করছে৷ এই নির্বাচনে অংশ নেওয়া কিংবা জোট গড়া নিয়ে দলে কোনও আলোচনা হয়নি৷ এখন এলাকার মানুষ যদি নিজেরা জোট গড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তবে কোন দলের কি করার আছে? এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare