তৃণমূল সুপ্রিমোর জেলা সফরের আগে তৃণমূলের দলীয় পতাকা খুলে নিজেদের পতাকা লাগানোর অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শহরের ফোয়ারা মোড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আগামীকাল কংগ্রেসের জেলা সম্মেলন। দলীয় সূত্রে জানা গেছে, ওই জেলা সম্মেলনে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এদিকে, আগামী ৪ মার্চ মালদায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সফরকে সামনে রেখে শহরের ফোয়ারা মোড়ে তৃণমূলের পক্ষ থেকে দলীয় পতাকা লাগানো হয়েছে। অভিযোগ, নিজেদের জেলা সম্মেলনের জন্য কংগ্রেসের কর্মীরা তৃণমূলের পতাকা খুলে নিজেদের পতাকা লাগিয়ে দেয়। সেই কারণে ফের কংগ্রেসের পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগিয়েছেন বলে জানান তৃণমূল সমর্থকরা।
Comentarios