top of page

বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত দুই

বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত দুই পক্ষের দুজন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল পাড়া এলাকায়। দুই দলের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।


তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে বইমেলা থেকে ফেরার পথে তৃণমূল কর্মী দেবা মণ্ডলের পথ আটকায় বিজেপি কর্মী প্রসেনজিৎ শর্মা সহ কয়েকজন দুষ্কৃতী। প্রসেনজিৎ তৃণমূল কর্মীদের গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাতে থাকে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে চোট পান দেবা। এদিকে, আক্রান্ত বিজেপি কর্মী প্রসেনজিৎ শর্মার অভিযোগ, মদ খেয়ে মাতলামি করার প্রতিবাদ করায় তৃণমূল কর্মী দেবা মণ্ডল ও সঙ্গীরা তাঁকে ব্যাপক মারধর করে। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। বর্তমানে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হালপাতালে চিকিৎসাধীন।



চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গেছে, দুই পক্ষ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page