ভুয়ো ট্রানজিট পাস নিয়ে কাঠ পাচারের চেষ্টা, গ্রেফতার তিন
ভুয়ো ট্রানজিট পাস নিয়ে কাঠ পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় বনদপ্তর। ঘটনার তদন্তে নেমে আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
মালদার ফরেস্ট রেঞ্জ অফিসার সুজিতকুমার চ্যাটার্জি জানান, তথ্যের ভিত্তিতে স্টেশন রোডে হানা দিয়ে একটি কাঠবোঝাই গাড়ি আটক করা হয়। গাড়ির চালকের থেকে কালিয়াচক রেঞ্জের ইশ্যু করা একটি ট্রানজিট পাস পাওয়া যায়। সন্দেহ হওয়ায় বিষয়টি নিয়ে ক্রস চেক করতেই ভুয়ো ট্রানজিট পাসের মাধ্যমে কাঠ পাচারের বিষয়টি সামনে আসে। পরে দপ্তরের পক্ষ থেকে একটি অভিযোগ সহ গাড়ির চালককে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনদপ্তর ভুয়ো ট্রানজিট পাস সহ কাঠ বোঝাই একটি গাড়ি আটক করে। গাড়িটি মালদা থেকে রাজস্থানে যাচ্ছিল। ওই গাড়ির চালক অমরত সিংহ রাজস্থানের ভারতপুরের বাসিন্দা। তাকে বনদপ্তরের পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ গৌতম কর্মকার ও সোহেল রানা নামে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ সিভিকের চাকরির নামে প্রতারণা, মঙ্গলবাড়িতে ধৃত ১ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments