বন্দুক দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা
দুষ্কৃতীর হাত থেকে রক্ষা পেলেন পেট্রোল পাম্পের মালিক। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কনুয়া গ্রামের কাছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, পেট্রোল পাম্পের মালিক চাঁচলের একটি ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় কনুয়া গ্রামের কাছে হঠাৎ তিন দুষ্কৃতী ওই ব্যক্তির পথ আটকায়। বন্দুক দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। চিৎকারে স্থানীয় লোকেদের ছুটে আসতে দেখে দুষ্কৃতীরা ওই ব্যক্তির মোটর বাইকের চাবি নিয়ে চম্পট দেয়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Commentaires