বজ্রাঘাতে মৃত তিন কৃষক, আহত আরও তিন
জমিতে চাষ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল তিন কৃষকের। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও তিনজন। গতকাল ঘটনাটি ঘটেছে রতুয়া ২ ব্লকের পুখুরিয়ার পরাণপুর এলাকায়।
মৃত কৃষকদের নাম হাসান আলি (৩০), আনারুল হক (৩০) ও শেখ হোসেন (২৫)। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সাদিকুল ও মহিদুর। জানা গিয়েছে, পরাণপুরের ইদগাহ সংলগ্ন জমিতে চাষ করছিলেন কয়েকজন কৃষক। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। সেই সময় কৃষকেরা আশ্রয় নেন স্থানীয় একটি কুটির ঘরে। হঠাৎ সেখানে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসান আলির। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়।
প্রতীকী ছবি।
Commentaires