top of page

ধানের বস্তা চাপা পড়ে মৃত দুই নাতি ও ঠাকুরমা

ইয়শের অভিঘাতে মৃত্যু হল দুই নাতি সহ ঠাকুরমার৷ ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের ললিয়াবাড়ি গ্রামে৷ খবর পেয়ে ওই পরিবারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি৷ পাশাপাশি দেহগুলি সৎকারের ব্যবস্থাও করছেন বিধায়ক৷




মৃতদের নাম তানু সরেন (৫০), রোহিত টুডু (৭) ও রাহুল টুডু (৫)৷ সম্পর্কে এরা নাতি-ঠাকুরমা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইয়শের প্রভাবে গতকাল সকাল থেকেই জেলা জুড়ে দফায় দফায় প্রবল বৃষ্টি চলতে থাকে। রাতে এক ঘরে দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন ঠাকুরমা৷ তাঁদের পাশেই বাঁশের মাচায় রাখা ছিল বড়ো বড়ো ধানের বস্তা৷ বৃষ্টিতে বাঁশের মাচা মাটিতে বসে ধানের বস্তাগুলি তিনজনের উপর পড়ে যায়৷ চিৎকারে ছুটে এসে প্রতিবেশীরা ধানের বস্তা সরিয়ে তাঁদের উদ্ধার করেন, ততক্ষণে মৃত্যু হয়েছে তিনজনেরই৷



বিষয়টি জানতে পেরে আজ সকালে ওই এলাকায় ছুটে যান এলাকার বিধায়ক আব্দুর রহিম বকশি৷ তিনি জানান, তিনি মৃতদের ফিরিয়ে আনতে পারবেন না। তবে সবরকম সরকারি সাহায্যের চেষ্টা করবেন তিনি।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

댓글


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page