চার লক্ষ টাকার ব্রাউন শুগার সহ ধৃত তিন
গোপন সূত্রে খবর পেয়ে সাড়ে ৪৫০ গ্রাম ব্রাউন শুগার সহ তিন কারবারিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতদের নাম আসাদুল শেখ (৩২), তাজেল মিয়াঁ (২৫) ও আনোয়ার আলি (১৯)। উদ্ধার হওয়া ব্রাউন শুগারের আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লক্ষ টাকা। উল্লেখ্য, গতকাল তথ্যের ভিত্তিতে মহদীপুরের লোটন মসজিদ সংলগ্ন এলাকা থেকে ব্রাউন শুগার সহ ওই পাচারকারীদের গ্রেফতার করে পুলিশ।
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন শুগার পুরাতন মালদায় ডেলিভারি করতে যাচ্ছিল। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments