top of page

অপহরণের ছক বানচাল, পুলিশের জালে তিন দুষ্কৃতী

এক যুবককে অপহরণ করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রতুয়া ১ ব্লকের চাঁদমণি ২ গ্রামপঞ্চায়েত এলাকায়। ধৃত ওই তিন দুষ্কৃতীকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করে রতুয়া থানার পুলিশ।ধৃত তিন দুষ্কৃতীর নাম মহম্মদ আরজাউল হক (৪৮), মহম্মদ ফারিদুল হক (৩৮) ও মহম্মদ ইব্রাহিম (২৮)। তিনজনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়। জানা গেছে, রতুয়া ১ ব্লকের চাঁদপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিকলপুর গ্রামের যুবক মোহম্মদ মনিরুল হক বৃহস্পতিবার রাতে বিকলপুর স্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিল। সেই সময় একটি চারচাকা গাড়িতে কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায় এবং তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে এবং তিন দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে। দুই দুষ্কৃতী রাতের অন্ধকারে সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার খবর দেয়া হয় রতুয়া থানায়। রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি পাইপগান, দুটি বুলেট ও একটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page