মহদীপুরে বোমাবাজির ভিডিয়ো দেখে শনাক্ত, গ্রেফতার তিন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 23, 2019
- 1 min read
Updated: Sep 25, 2020
মহদীপুর বোমাবাজির ঘটনায় তিনজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার পুলিশ মহদীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতদের নাম সমীর ঘোষ, মুণ্ডাই ঘোষ এবং ইন্দ্রজিৎ ঘোষ। তিনজনেরই বাড়ি মহদীপুর এলাকায়। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠে মহদীপুর। চলতে থাকে বোমাবাজি। বোমাবাজিতে উৎপল ঘোষ, সুমন ঘোষ এবং মকুল ঘোষ নামে তিনজন আহত হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। তদন্তে নেমে এই ঘটনায় মূল অভিযুক্ত সমীর ঘোষ, মুণ্ডাই ঘোষ এবং ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বোমাবাজির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ছবি দেখে পুলিশ শনাক্ত করে তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ দায়ের করা হয়েছে।
Comments