অন্তঃসত্ত্বা আদিবাসী বধূকে নিগ্রহ করার অভিযোগে ধৃত তিন
top of page

অন্তঃসত্ত্বা আদিবাসী বধূকে নিগ্রহ করার অভিযোগে ধৃত তিন

গ্রাম্য সালিশিতে এক অন্তঃসত্ত্বা আদিবাসী বধূকে নিগ্রহ করার অভিযোগ উঠল গাজোলে। আদিবাসী বধূকে গ্রাম্য সালিশিতে মাথার চুল কেটে, শ্লীলতাহানি করে, জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ। ধৃতদের এদিন জেলা আদালতের মাধ্যমে ৩ দিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে।



উল্লেখ্য, শুধুমাত্র পরকীয়া প্রেমের সন্দেহে গাজোলের পাহাড়ভিটা গ্রামে ৩৫ বছরের এক অন্তঃসত্ত্বা আদিবাসী বধূর উপর অমানুষিক অত্যাচার চালায় ওই গ্রামের কয়েকজন যুবক। গ্রাম্য সালিশিতেও ওই বধূকে দেড় লক্ষ টাকা জরিমানার নিদান দেওয়া হয়। সঙ্গে শারীরিক অত্যাচার যেন উপরি পাওনার মতো। সেই ঘটনায় সোমবার গাজোল থানায় ৭ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই বধূ।

এই খবর সংবাদমাধ্যমে প্রচারিত হতেই শোরগোল পড়ে যায়। এরপরেই তৎপর হয় গাজোল থানার পুলিশ। মঙ্গলবার রাতেই ওই গ্রামে হানা দিয়ে গ্রেফতার করা হয় ৩ অভিযুক্তকে। ধৃতরা হল সঞ্জয় কোড়া, যতন কোড়া ও অঞ্জন কোড়া। ধৃতদের এদিন মালদা জেলা আদালতের মাধ্যমে ৩ দিনের হেপাজতে নিয়েছে গাজোল থানার পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page