মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি, অভিযুক্ত সাব ইনস্পেক্টর
যুবককে থানায় ডেকে মারধর, প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুলিশের সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। রতুয়া থানায় কর্তব্যরত রেজাউল করিম নামে সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে জেলা পুলিশসুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে জানিয়েছেন পুলিশসুপার।
রতুয়া এলাকার বাসিন্দা মীর রাজু আলি। রতুয়া বিডিও অফিসের অস্থায়ী কর্মী তিনি। জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছে তাঁর। বিষয়টি বিচারাধীন রয়েছে হাইকোর্টে। অভিযোগ, সেই মামলায় বিরোধী পক্ষের হয়ে কাজ করছে পুলিশ। জমির কাগজপত্র নিয়ে থানায় ডেকে তাঁকে মারধর করা হয়। হুমকি দেওয়া হয় প্রাণনাশের। মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুরো ঘটনা জানিয়ে জেলা পুলিশসুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মীর সাহেব।
জেলা পুলিশসুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ঘটনার তদন্ত হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
[ আরও খবরঃ গাড়িতে স্টিকার! মালদা শহরে ধরপাকড় অভিযান পুলিশের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments