পরিবার সহ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে প্রাণে মারার হুমকি
ডি-কোম্পানির নামে হুমকি ফোন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিকে। ২০ পেটি (লক্ষ) না দিলে চেয়ারম্যান সহ পরিবারের লোকেদের প্রাণে মারার হুমকি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে নিরপত্তা বাড়ানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কৃষ্ণেন্দু জানান, “গত পরশু আমার কাছে প্রথমে মেসেজ আসে। সেটা আমার নজরে আসেনি। আজ সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ওই ব্যক্তি হিন্দিতে কথা বলছিল। সে নিজেকে ডি-কোম্পানির প্রদীপ বলে পরিচয় দেয়। আমার থেকে ২০ লক্ষ টাকা দাবি করে। আগামীকালের মধ্যে সেই টাকা না দিলে আমার সঙ্গে পরিবারের লোকেদের প্রাণে মারার হুমকিও দেয়। পরে আমি ওই নম্বর থেকে কোন মেসেজ এসেছে কিনা তা খুঁজে দেখি। দেখা যায় ওই নম্বর থেকে বুধবার সন্ধেয় মেসেজ করা হয়েছিল।”

কৃষ্ণেন্দুবাবু আরও জানান, “সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর আগেও আমার ওপর হামলা হয়েছিল। সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমার পরিবারকে মেরে দেওয়া হুমকিও দেওয়া হয়েছে। পরিবারের কথা ভেবে খানিকটা চিন্তিত রয়েছি।”
এদিকে, অভিযোগের ভিত্তিতে কৃষ্ণেন্দুবাবুর বাড়ি সংলগ্ন এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার, ইংরেজবাজার থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে কৃষ্ণেন্দুবাবুর নিরাপত্তায় আরও তিনজন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এনিয়ে বর্তমানে কৃষ্ণেন্দুবাবুর মোট ৬ জন নিরাপত্তারক্ষী রয়েছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント