Search
কর্তা-গিন্নির অনুপস্থিতিতে বাড়ি সাফ করল চোর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 20, 2021
- 1 min read
ভরদুপুরে চুরি। নগদ টাকা, সোনার অলংকার সহ একাধিক জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে চাঁচলের ভগবতীপুর এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চাঁচলের ভগবতীপুরের বাসিন্দা খাবিরুল হক। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে খাবিরুল ও তাঁর স্ত্রী রাহেনা খাতুন জমিতে ধান কাটতে যান। সেই সময় বাড়িতে কেউ ছিল না। ধান কেটে বাড়ি ফিরে এসে চক্ষু চড়কগাছ স্বামী-স্ত্রীর। ঘরের সমস্ত দরজা খোলা অবস্থায় পড়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত সামগ্রী। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে পুলিশ।
খাবিরুল সাহেবের দাবি, দুপুরে তিনি ও তাঁর স্ত্রী জমিতে গিয়েছিলেন। সেই সময় দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ ২৫-৩০ হাজার টাকা, এক ভরি সোনার অলংকার সহ বেশ কিছু সামগ্রী নিয়ে পালায়।
[ আরও খবরঃ ফার্মাসি পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ বাড়িতে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Yorumlar