২০ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই, জাতীয় সড়ক অবরোধ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 14, 2019
- 1 min read
Updated: Aug 17, 2020
পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। আজ সকালে ঘটনাটি ঘটেছে গাজোলের দেওতলা অঞ্চল সংলগ্ন মালদা-বালুরঘাট জাতীয় সড়কে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
তবে ২৪ ঘণ্টায় সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনে নামার কথা জানিয়েছেন ক্ষিপ্ত গ্রামবাসীরা।
গাজোল থানার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের মুরগিগ্রামে পানীয়জলের সমস্যা দীর্ঘদিনের। পানীয় জলের ভরসা একমাত্র সাব-মার্সিবল। ট্রান্সফরমার বিকলের জেরে গত ২০-২৫ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিভ্রাটের জেরে দেখা দিয়েছে পানীয় জলের সমস্যাও। অভিযোগ, একাধিকবার বিদ্যুৎ দপ্তরে বিষয়টি জানানো হলেও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে আজ গ্রামবাসীরা মালদা-বালুরঘাট জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তবে ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনে নামার কথা জানিয়েছেন ক্ষিপ্ত গ্রামবাসীরা।
Kommentarer