top of page

করোনা আবহে স্কুল বন্ধের সুযোগে দুঃসাহসিক চুরি

করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। সেই সুযোগে প্রাথমিক স্কুলের একাধিক সামগ্রী চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। আজ বিষয়টি নজরে আসতেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর চক্রের খিজিরিয়া বাংরুয়া প্রাথমিক বিদ্যালয়ে।



আজ সকালে স্থানীয় গ্রামবাসী আবেদ আলি প্রাতর্ভ্রমণে বেরিয়ে দেখেন স্কুলের সামনে বেশ কিছু জিনিসপত্র ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপরই তিনি বিষয়টি স্থানীয় গ্রামবাসীদের পাশাপাশি স্কুলের পার্শ্বশিক্ষক নূর মোহম্মদকে জানান। স্কুলের শিক্ষকরা বিষয়টি খতিয়ে দেখে পুলিশে অভিযোগ জানান।


স্কুলের পার্শ্বশিক্ষক নূর মোহম্মদ জানান, স্কুলের ইলেকট্রিক সরঞ্জাম চুরি হয়েছে, সাব-মার্সিবলের পাইপ চুরি হয়েছে। ভেঙে ফেলা হয়েছে স্কুলের প্রাচীর। করোনা আবহে স্কুল বন্ধ থাকায় স্কুলে এখন জুয়া ও নেশার আড্ডা চলছে। পুলিশের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত।



স্কুলের সহকারী শিক্ষক মোহম্মদ কামরুজ্জামান জানান, স্কুলের ইলেকট্রিক সরঞ্জাম সহ একাধিক জিনিস চুরি হয়েছে। এধরনের ঘটনা আগেও কয়েকবার ঘটেছে। সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হবে।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page