পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা ব্যাংকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ব্যাংকের সামনে দিয়ে যাওয়ার সময় এক মহিলা ব্যাংকের মেইন গেট খোলা অবস্থায় দেখতে পান। সন্দেহ হলে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। খবর যায় ব্যাংক ম্যানেজারের কাছে। খবর দেওয়া হয় পুলিশেও। ব্যাংকের ম্যানেজার ঘটনাস্থলে এসে দেখেন ব্যাংকের চারটি তালা ভাঙা অবস্থায় রয়েছে।
ব্যাংক ম্যানেজার বিশ্বদীপ নাথ জানান, ব্যাংকে ঢোকার প্রধান দরজার চারটি তালা ভেঙে দুষ্কৃতীরা ব্যাংকের ভেতরে ঢুকলেও কোনো কিছু চুরি করতে পারেনি। ব্যাংকের পিছনে নবনির্মিত বাড়ির সিঁড়ি বেয়ে দুষ্কৃতীরা ব্যাংকের উপর তলায় উঠেছে বলে অনুমান করা হচ্ছে। লোহার রড দিয়ে তালাগুলিকে সজোরে আঘাত করে ভেঙে ফেলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
Comments