শাটার ভেঙে পরপর পাঁচটি দোকানে চুরি। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের ঘিষনা বাজার এলাকায়। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে এলাকার কয়েকটি দোকানের শাটার ভাঙা। খবর ছড়িয়ে পড়তেই দোকানের মালিক এবং অন্যান্য ব্যবসায়ীরা ছুটে আসেন। ব্যবসায়ীদের অভিযোগ, শুক্রবার গভীররাতে একদল দুষ্কৃতী পরপর থাকা পাঁচটি দোকানের শাটার ভেঙে চুরি করে। দুটি মুদিখানার দোকান, একটি সোনার দোকান, মোবাইলের দোকান এবং ইলেকট্রনিক দোকানে চুরি করেছে দুষ্কৃতীরা। পাঁচটি দোকান মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে দাবি দোকানের মালিকদের।
Yorumlar