Search
পরপর ১২টি দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন গাজোলে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 6, 2023
- 1 min read
রাতের অন্ধকারে পরপর ১২টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য গাজোল থানার অন্তর্গত ২০ মাইল স্ট্যান্ড এলাকায়। কনকন ঠাণ্ডায় শুনশান হওয়ার সুযোগ নিয়ে কোথাও দেওয়াল ভেঙে, কোথাও দোকানের সাটার কেটে চুরি করে চোরের দল। ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে চুরির ঘটনার জেরে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
গাজোলের ২০ মাইল এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে ওই দোকানগুলি। শুক্রবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। এলাকাবাসীদের দাবি, রাস্তায় রাতভর পুলিশ পেট্রোলিং হওয়ার কথা, তারপরেও এই চুরির ঘটনা যথেষ্ট আতঙ্ক সৃষ্টি করেছে ব্যবসায়ীদের মধ্যে। কয়েক লক্ষ টাকা চুরি গিয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments