ক্রমশ বাড়ছে জলস্তর, রিপোর্ট তলব মন্ত্রীর
top of page

ক্রমশ বাড়ছে জলস্তর, রিপোর্ট তলব মন্ত্রীর

প্রবল বৃষ্টিতে ক্রমশ বেড়েই চলেছে জেলার প্রধান তিন নদীর জলস্তর। জেলার বেশ কিছু জায়গায় বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে। নদী বাঁধ নিয়ে বেশ কিছু এলাকায় চিন্তিত আম আদমি। এই পরিস্থিতিতে নদীবাঁধের পরিস্থিতি, কোথায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিস্তারিত রিপোর্ট তলব করল প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।


সেচ দফতরের তথ্য অনুযায়ী বুধবার সকালে গঙ্গার জলস্তর ছিল ২৩.৯২ মিটার৷ ফুলহর ও মহানন্দার জলস্তর ছিল ২৭.১০ মিটার ও ২০.৪৫ মিটার। তবে এদিন টাঙন ও পুনর্ভবা নদীর জলস্তর চূড়ান্ত বিপদসীমা অতিক্রম করেছে। আজ সকালে টাঙনের জলস্তর ছিল ২৬.৭০ মিটার (চূড়ান্ত বিপদসীমা ২৬.২১ মিটার), পুনর্ভবার জলস্তর ছিল ২৬.৫০ মিটার (চূড়ান্ত বিপদসীমা ২৬.৪২ মিটার)৷ সেচ দফতরের তথ্য অনুযায়ী আগামী কয়েকদিনে জেলীর নদীগুলির জলস্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।



সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান,

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর বেড়েছে। বিভিন্ন নদীর বাঁধও খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পেয়েছি। দফতরের আধিকারিকদের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছি।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page