top of page

বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিলেন কর্মীরা

  • Feb 4, 2020
  • 1 min read

Updated: Sep 17, 2020

নিজেদের দাবিতে ফের আন্দোলন শুরু করলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। গতকাল রাতেই বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে ডেপুটি কন্ট্রোলারকে ঘিরে অবস্থান শুরু করেন তাঁরা। এদিন সকালেও চলতে থাকে বিক্ষোভ। তবে এদিন বিশ্ববিদ্যালয়ে দেখা মেলেনি রেজিস্ট্রারের।


ree

উল্লেখ্য, নিজেদের চাকরি স্থায়ীকরণের দাবিতে দীর্ঘ একমাস ধরে কর্মবিরতিতে শামিল হয়েছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিলেন স্থায়ী কর্মীরাও। কার্যত অচলাবস্থা তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। অবশেষে রেজিস্ট্রার এসে অস্থায়ী কর্মীদের কিছু দাবি মেনে নেওয়ার কথা জানান। এরপরেই অবস্থান বিক্ষোভ তুলে নেন অস্থায়ী কর্মীরা। গতকাল ফের বিশ্ববিদ্যালয় চত্বরে অস্থায়ী কর্মীরা আন্দোলন শুরু করেন। কর্তৃপক্ষের বিরুদ্ধে ঝাড়ু হাতে শ্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় চত্বর পরিক্রমা করে ডেপুটি কন্ট্রোলারকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, এগজিকিউটিভ কাউন্সিল তাঁদের রোপা ২০১৯ অনুযায়ী বেতন প্রদানের কথা জানিয়েছে বলে তাঁদের আশ্বাস দেন রেজিস্ট্রার৷ সাফাইকর্মীদের গ্রুপ-ডি কর্মী হিসাবে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছিলেন রেজিস্ট্রার৷ কিন্তু পরবর্তীতে তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী ওই কর্মীদের গ্রুপ-ডি কর্মী হিসাবে বিবেচনা করা যাবে না৷ রেজিস্ট্রারের এমন দু’মুখো নীতি নিয়ে তাঁরা ফের আন্দোলন শুরু করেছেন।



এদিকে, গতকাল সারা রাত ঘেরাও থাকার পর অসুস্থ হওয়ার কথা জানান ডেপুটি কন্ট্রোলার বিনয় হালদার। ডেপুটি কন্ট্রোলারের শারীরিক অসুস্থতা দেখা দিলে সবরকম মেডিকেল সাহায্যের আশ্বাস দিয়েছেন অবস্থানকারীরা।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page