পুরোহিতদের ছেলেমেয়েদের চাকরিতে সংরক্ষণের দাবি
একগুচ্ছ দাবি নিয়ে পথে নামল বঙ্গীয় পুরোহিত সভা। বুধবার সকালে সংগঠনের সদস্যরা শহরের রাস্তায় মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়। পরে জেলা প্রশাসনিকভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জেলাশাসকের হাতে একটি ডেপুটেশন তুলে দেন।
বুধবার সকালে বঙ্গীয় পুরোহিত সংগঠনের সদস্যরা মালদা শহরে মিছিল করে জেলা প্রশাসনিকভবনের সামনে বিক্ষোভ দেখান। সংগঠনের পক্ষ থেকে একগুচ্ছ দাবি সংবলিত স্মারকলিপি জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুরোহিতদের ভাতা আওতাভুক্ত করতে হবে, বিপিএল তালিকাভুক্ত করতে হবে, পুরোহিতদের ছেলেমেয়েদের চাকরির ক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে।
Comments