প্রেম সপ্তাহে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হল এক সদ্যোজাত শিশুকন্যা। বর্তমানে সেই সদ্যোজাত শিশুকন্যা মালদা মেডিকেল কলেজে রয়েছে।
গতকাল সকালে বুলবুলচণ্ডী সাহাপাড়ার বাসিন্দারা রাস্তার ধারের ঝোপের ভেতর থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পায়। এগিয়ে যেতেই নজরে আসে ঝোপের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় থাকা এক সদ্যোজাত শিশুকন্যা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় সিভিক ভলান্টিয়ার প্রসেনজিৎ পাল। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি তিনি ওই সদ্যোজাতকে স্থানীয় আরএন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তিনি। জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, সদ্যোজাত পুরোপুরি সুস্থ রয়েছে৷ তবে দীর্ঘক্ষণ ঝোপের ভিতর থাকার জন্য তার পিঠের কিছু অংশ ছড়ে গিয়েছে৷
এই ঘটনায় ফের একবার সমাজের কন্যাভ্রুণ হত্যা ও শিশুকন্যা নির্যাতনের ছবি উঠে এসেছে। স্থানীয়দের দাবি, কন্যাসন্তান হওয়ার জন্যই ওই সদ্যোজাতকে পরিত্যাগ করেছেন মা৷ গতকাল ভোরে কোনও এক সময় ওই কন্যাসন্তানকে রেখে আসা হয়েছে ঝোপের ভিতর বলে অনুমান স্থানীয়দের৷
হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত মায়ের খোঁজ চলছে৷ সদ্যোজাতকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় যত্নের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতীকী ছবি।
Commentaires