top of page

ক্ষতি ৭০ লক্ষ শুধু ভালুকা রোড স্টেশনে

Updated: Dec 8, 2020

উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ ভালুকা রোড স্টেশন ও হরিশ্চন্দ্রপুর স্টেশন পরিদর্শন করলেন এনএফ রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার রবিস কুমার। তিনি জানান, ট্রেন চলাচলের পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে গেছে। ফলে এখনই ট্রেন চালানো সম্ভব নয়। পরিকাঠামো গড়ে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল শুরু হবে। তিনি আরও জানান, শুধু ভালুকা রোড স্টেশনের ক্ষতির পরিমাণ ৭০ লক্ষ টাকা। গতকাল কিছু মালগাড়ি চললেও যাত্রীবাহী ট্রেন চালাতে আরও কিছু সময় লাগবে।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page