top of page

অগ্নিদগ্ধ যুবতির বিচার চেয়ে রাস্তায় বামফ্রন্ট

Updated: Sep 24, 2020

ইংরেজবাজারের ধানতলায় যুবতির দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে পথে নামছে সাধারণ মানুষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থা। রাস্তায় নেমেছে রাজনৈতিক দলগুলিও। সোমবার ধানতলার ঘটনার প্রতিবাদে মালদা শহরের রাস্তায় ধিক্কার মিছিল করল বামফ্রন্ট।



এদিন মালদা শহরের নেতাজি মোড় থেকে ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। পরে জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও পুলিশ নির্যাতিতা যুবতির নাম পরিচয় জানতে পারেনি। দোষীদের গ্রেফতার করতে পারেনি। তারা এর তীব্র প্রতিবাদ করছে। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।

Commenti


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page