top of page

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ৩, আহত আরও ৮

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহত হয়েছেন চালক সহ আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।


গতকাল সন্ধেয় পুরাতন মালদার মাধাইপুর এলাকা থেকে ছোটো গাড়িতে করে গঙ্গারামপুর সংলগ্ন ঠ্যাঙ্গাপাড়া গ্রামে নৈশকালীন ফুটবল প্রতিযোগিতা দেখতে যাচ্ছিলেন এলাকার দশজন বাসিন্দা।৫১২ নম্বর জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান ওই ছোটো গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছোটো গাড়ি উলটো দিকের লেনে চলে যায়। সেই সময় মালদাগামী একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ছোট গাড়িটির৷ দুর্ঘটনার পর আহতদের স্থানীয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই দু’জনের মৃত্যু হয়৷ গঙ্গারামরপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান আরেকজন৷


মৃতদের নাম আমির সোহেল (৩১), ইজাজুল শেখ (৩৪) ও আসিক শেখ (১২)৷ আমির ছিলেন একজন ইলেকট্রিক মিস্ত্রি৷ বাড়িতে স্ত্রী জেসমিন বিবি ছাড়াও রয়েছে এক ছেলে ও এক মেয়ে৷ এজাজুল রাজমিস্ত্রির কাজ করতেন৷ পরিবারে স্ত্রী হালিমা বিবি ছাড়াও রয়েছে দুই নাবালক ছেলেমেয়ে৷ আর আসিক ষষ্ঠ শ্রেণিতে পড়ত৷ বাবা কামাল শেখ আর মা রোজিনা বিবির একমাত্র সন্তান ছিল সে৷ দুর্ঘটনায় আহতরা হলেন মোতি শেখ (২৮), আনসার শেখ (৪০), মতিউর রহমান (৫০), মোতিরুল রহমান (৬০), মাসুম শেখ (৪৫), ফারুক হোসেন (৫৩), মনিরুল ইসলাম (৩৮) ও রাইজান আলি (৪০)৷


ree

মাধাইপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, গতকাল আমাদের গ্রাম থেকে ১০ জন একটি ছোট গাড়ি করে গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়ায় ফুটবল প্রতিযোগিতা দেখতে যাচ্ছিল৷ বুনিয়াদপুরের কাছে সেই গাড়িটির সঙ্গে একটি সরকারি বাসের সংঘর্ষ হয়৷ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে৷ এই গ্রামের মানুষ ফুটবলপ্রেমী৷ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ খেলা দেখতেও যায়৷ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, মৃতদের পরিবারকে যেন সরকারিভাবে আর্থিক সহায়তা করা হয়৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page