কাঁঠাল গাছ ঘিরে দুই পরিবারের বিবাদ, মৃত এক
বচসার কারণ একটি কাঁঠাল গাছ। তার জেরেই কাকার হাতে ভাইপো খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় কাকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকজন। কালিয়াচকের ১৪ ব্লকের গোলাপগঞ্জের খড়িবোনা গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত যুবকের নাম সমীর শেখ (১৯)৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, সমীরের বাবা ও কাকা নিজেদের পরিবার নিয়ে একই বাড়িতে আলাদা থাকেন। বাড়ির একটি কাঁঠাল গাছ ঘিরে দুই পরিবারের দীর্ঘদিনের বিবাদ৷ গতকাল বিকেলে সেই গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন সমীরের বাবা নবরুল মিয়াঁ৷ তা নিয়ে নবরুল সাহেবের প্রবল বচসা শুরু হয় ভাই মোস্তাফা হোসেনের সঙ্গে৷ একসময় সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়৷ সেই সময় সমীর বাবাকে বাঁচাতে ছুটে যান৷ অভিযোগ, সেই সময় মোস্তাফা সমীরের মাথায় লাঠি দিতে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় সমীরকে তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷ আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর৷
Comments