ব্যাংকের লকার থেকে চুরি যাওয়া ২ কিলো সোনা উদ্ধার
top of page

ব্যাংকের লকার থেকে চুরি যাওয়া ২ কিলো সোনা উদ্ধার

বোকারো স্টিল সিটির এক ব্যাংকের লকার ভেঙে চুরির ঘটনায় মালদার যোগ আগেই প্রমাণিত হয়েছিল৷ সেই ঘটনায় জড়িত এক মহিলাকে গতকাল ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ৷ ওই মহিলার হেপাজত থেকে বাজেয়াপ্ত হয়েছে ২ কিলো সোনা ও নগদ ৭০ হাজার টাকা৷ ধৃতকে ট্রানজিট রিমান্ডে ঝাড়খণ্ড নিয়ে যাচ্ছে সেই রাজ্যের পুলিশ৷


মহিলার হেপাজত থেকে বাজেয়াপ্ত হয়েছে ২ কিলো সোনা ও নগদ ৭০ হাজার টাকা৷


গত বছর ২৬ ডিসেম্বর বড়োসড়ো চুরির ঘটনা ঘটে স্টেট ব্যাংকের বোকারো স্টিল সিটি শাখায়৷ ব্যাংকের লকার ভেঙে বহু মূল্যবান সামগ্রী নিয়ে পালায় দুষ্কৃতীরা৷ সেই ঘটনার তদন্তে নেমে ঝাড়খণ্ড পুলিশ জানতে পারে, চুরির সামগ্রী মালদায় পাচার করা হয়েছে৷ মালদা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করে ওই রাজ্যের পুলিশ৷ তাতে সফলতাও মেলে৷ গত ২৬ মার্চ দুপুরে মালদা শহরের বিনয় সরকার রোডের একটি সোনার দোকানে হানা দিয়ে উদ্ধার হয় চুরির বেশ কিছু সোনা সহ নগদ ৬০ হাজার টাকা৷ সেদিন গ্রেফতার করা হয়েছিল ওই সোনার দোকানের কর্মী পাপ্পু চৌহানকে৷ তবে সেদিন দোকানের মালিক, মহারাষ্ট্রের বাসিন্দা দত্ত সিন্ধের সন্ধান পাওয়া যায়নি৷ পাপ্পুকেও জেলা আদালতের মাধ্যমে নিজেদের রাজ্যে নিয়ে যায় ঝাড়খণ্ড পুলিশ৷ তাকে জেরা করে বেরিয়ে আসে ব্যাংকে চুরির অন্যতম মাস্টার মাইন্ড ইংরেজবাজার থানার যদুপুর গ্রামের বাসিন্দা হাসান আলির নাম৷ সে আগে ঝাড়খণ্ডেই বসবাস করত৷ বেশ কিছুদিন আগে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে সে মালদায় চলে আসে৷ পাপ্পুর দেওয়া সূত্র ধরে ঝাড়খণ্ড পুলিশ সেই রাজ্য থেকেই হাসানকে গ্রেফতার করে৷ একই সঙ্গে মালদা থেকে গ্রেফতার করা হয় মালদা শহরের কৃষ্ণপল্লির বাসিন্দা রাজা খানকে৷ গ্রেফতার হয় শহরের সর্বমঙ্গলা পল্লির এক যুবকও৷ জেরায় তারা জানায়, ব্যাংকের লকার ভেঙে লুঠ করা চুরির মালের একটা বড়ো অংশ হাসানের স্ত্রী ফিরদৌসি বিবির কাছে রাখা আছে৷ প্রতিবেশী রাজ্যের পুলিশ ফের যোগাযোগ করে ইংরেজবাজার থানার পুলিশের সঙ্গে৷ গতকাল রাতে দুই রাজ্যের পুলিশই যদুপুর গ্রামে হাসানের বাড়িতে হানা দেয়৷ বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২ কিলো সোনা ও ৭০ হাজার টাকা৷ গ্রেফতার করা হয় ফিরদৌসিকে৷ ট্রানজিট রিমান্ডে ঝাড়খণ্ডে নিয়ে যেতে এদিন তাকে জেলা আদালতে পেশ করেছে ওই রাজ্যের পুলিশ৷

ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু জানান, ব্যাংক লুঠের ঘটনায় গতকাল রাতে যদুপুর গ্রামে ফিরদৌসি বিবির বাড়িতে হানা দেওয়া হয়৷ তার স্বামীকে আগেই গ্রেফতার করেছিল ঝাড়খণ্ড পুলিশ৷ সে’ই পুলিশকে জানায়, ব্যাংক থেকে চুরি করা মাল সে স্ত্রী’র কাছে রেখে এসেছে৷ গতকাল ফিরদৌসির বাড়ি থেকে ২ কিলো সোনা উদ্ধার করা হয়েছে৷ ধৃত ফিরদৌসিকে গতকাল ইংরেজবাজার মহিলা থানায় রাখা হয়েছিল৷ ট্রানজিট রিমান্ডে ঝাড়খণ্ড নিয়ে যেতে এদিন তাকে আদালতে পেশ করেছে ওই রাজ্যের পুলিশ৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


ভিডিয়োঃ কৃতাঙ্ক

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page