top of page

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, জেলাশাসকের সঙ্গে বৈঠকে মৌসম

জেলার বন্যা পরিস্থিতি আজও অপরিবর্তিত। জলবন্দী প্রায় জেলার দুই লক্ষ বাসিন্দা। ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার ওয়ার্ডগুলির কয়েক হাজার বাসিন্দারাও বৃষ্টির জলে বন্দী। এই অবস্থার সামাল দিতে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম নূরের নেতৃত্বে দুই পুরসভার কাউন্সিলারদের প্রতিনিধি সহ ব্লক নেতৃত্বরা বৈঠক করলেন মালদার জেলাশাসকের সঙ্গে।এদিনের বৈঠকে জেলার বন্যা নিয়ে পর্যালোচনা করা হয়। তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম নূর জানান, জলবন্দী মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর প্রক্রিয়া চলছে। পুজোর মধ্যে কেউ যাতে সমস্যায় না থাকে সেই দিকে বিশেষ লক্ষ্য রাখা হবে। অন্যদিকে জেলাশাসক জানান, সবদিকের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় সমস্তরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page