সীমান্তের প্রহরায় ব্যস্ত জওয়ানের বাড়ি দখলের চেষ্টা
top of page

সীমান্তের প্রহরায় ব্যস্ত জওয়ানের বাড়ি দখলের চেষ্টা

সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানের জমি দখল ও প্রতিবাদ করতে গেলে প্রতিবন্ধী ভাইকে প্রাণের মারার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ইংরেজবাজারের নিয়ামতপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠে এসেছে জওয়ানের পরিবারের পক্ষ থেকে।



মালদার ইংরেজবাজার থানার নিয়ামতপুরের বাসিন্দা দাউদ হোসেন, পেশায় বিএসএফ জওয়ান। বর্তমানে তিনি পাঞ্জাবে ভারত পাকিস্তান সীমান্তের প্রহরার দায়িত্বে রয়েছে। বাড়িতে তাঁর বৃদ্ধ মা গালিনুর বেওয়া ও প্রতিবন্ধী ভাই ডালিম হোসেন রয়েছেন। অভিযোগ, তাদের পারিবারিক ১০ কাঠা জমি রয়েছে। এলাকার প্রভাবশালী প্রতিবেশী সাজিদ তাঁদের ওই জমি দখল করতে চাইছে। সাজিদ তাঁদের বাড়িতে চড়াও হয় ও জমি দখল করার চেষ্টা করে। সেই সময় ডালিম বাধা দিলে তাঁকে বেধড়ক মারধর করে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা করা হয়। চিৎকার-চেঁচামেচিতে গ্রামবাসীদের হস্তক্ষেপে কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতের পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি পুলিশের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে বলেও অভিযোগ। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই সেনাকর্মীর পরিবার।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page