ফুলহর থেকে বালি চুরির অভিযোগে নাম জড়াল তৃণমূল নেতার
প্রকাশ্য দিবালোকে ফুলহর নদীর বুক থেকে বালি চুরির অভিযোগ উঠেছে রতুয়ার কাহালায়। ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার। বালি মাফিয়াদের ভয়ে মুখ খুলতে চাইছেন না অনেকেই। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।
স্থানীয় বাসিন্দা শেখ সিণ্টুর অভিযোগ, দিনদুপুরে ফুলহর নদী থেকে বালি পাচার করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত রয়েছে রতুয়ার বিধায়ক সমর মুখার্জি ঘনিষ্ঠ রাজেশ সিংহ। গত কয়েকদিন ধরে প্রায় ৮-১০ ফুট গর্ত করে ফুলহর নদী থেকে বালি খনন করা হচ্ছে। এতে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। ঘটনাস্থল থেকে সামান্য দূরে রয়েছে আর্সেনিক জলের প্লান্ট ও নদী বাঁধ। এভাবে বালি তুলে নেওয়ায় দুটোরই ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্থানীয় তৃণমূলের নেতা রাজু সিং ট্রলি পিছু ১০০ টাকা করে নিচ্ছেন। একসঙ্গে ১৫-২০টি ট্রাক্টর চলছে।
রতুয়া ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রাজেশ সিংহ জানান, কাহালা আশুটোলা থেকে বাহারাল পর্যন্ত তিন কিমি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হয়েছে। ফুলহর নদী সংলগ্ন এলাকায় জমিতে প্রচুর পরিমাণে বালি জমে যায়। এর ফলে জমির মালিকেরা জমিতে তারা চাষবাস করতে পারে না। পথশ্রী প্রকল্পের বরাতপ্রাপ্ত ঠিকাদার জমির মালিকের কাছে ন্যায্য মূল্য দিয়ে এবং সরকারি খাজনা কেটে বালি কিনে নিচ্ছেন। কে বা কারা আমার বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ করছেন জানা নেই।
রতুয়া ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমিত্রকুমার বড়াল জানান, কাহালা অঞ্চল থেকে বালি কাটার জন্য কোনও আবেদন জমা পড়েনি। নদী, ব্রিজ এবং বাঁধ সংলগ্ন এলাকা থেকে কোনোমতেই বালি এবং মাটি খনন করা যাবে না। এটা আইনত অপরাধ। বিষয়টি তদন্ত করে দেখছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments