বিপজ্জনক চিত্তরঞ্জন বাজার, প্রশাসককে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন ব্যবসায়ীরা
চিত্তরঞ্জন পুর বাজারের অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে পুরসভার প্রশাসক সহ দমকল আধিকারিকদের নজরে এল বাজারের বিদ্যুতের বেহাল অবস্থা। বারবার দফতরে জানিয়েও কোনও ফল মেলেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের।
আজ দুপুরে পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ও দমকল আধিকারিকদের নিয়ে চিত্তরঞ্জন পুর বাজারের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শনে যান পুরসভার প্রশাসক সুমালা আগরওয়ালা। পুরসভা ও দমকল আধিকারিকদের সামনে পেয়ে বাজারের বেহাল বিদ্যুতের অবস্থা তুলে ধরেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সঙ্গে সহমত পোষণ করেন দমকল ও পুরসভার আধিকারিকরাও। বিষয়টি নিয়ে বিদ্যুৎ দফতরের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান আধিকারিকরা।
সুমালা বলেন, বাজারের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করা হচ্ছে। বেশ কিছু জায়গায় ইলেকট্রিকের তার ভয়ানক পরিস্থিতিতে রয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ দফতরের সঙ্গে আলোচনা করা হবে।
[ আরও খবরঃ কালিয়াচক থেকে উদ্ধার ওমিক্রন সংক্রমিত কিশোর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments