মাঝে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ছয়টি বাড়ি। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন এক ব্যক্তিও। বর্তমানে তিনি চাঁচল সুপার স্পেশাল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত একটা নাগাদ স্থানীয় এক বাসিন্দা জাকির হোসনের গোয়াল ঘর থেকে আগুন পাশাপাশি বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসতেই দমকলে খবর দেওয়ার পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আগুন নেভাতে গিয়ে জকম হন এক ব্যক্তি। পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় পুড়ে ছাই ছটি বাড়ি।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে খাদ্যশস্য সহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লক্ষ টাকা। অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এদিকে, আজ সকালে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান বিধায়ক তজমূল হোসেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি।
[ আরও খবরঃ গোপনাঙ্গ ও গলা টিপে খুনের অভিযোগ দম্পতির বিরুদ্ধে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments