top of page

হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ আগুনে ভস্মীভূত ৮টি বাড়ি

Updated: Aug 14, 2020

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল ৮টি বাড়ি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদীয়া গ্রামে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষ টাকার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন ও বর্তমান বিধায়ক।


ree

জানা গিয়েছে, গতকাল রাতে মুসরেফার গোয়াল ঘর থেকে আগুনের উৎপত্তি। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িগুলিতে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এই অগ্নিকাণ্ডে আটটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষ টাকা।


ree

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুরের (#Harishchandrapur) বিধায়ক মোস্তাক আলম ও তজমূল হোসেন (প্রাক্তন)। তাঁরা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সরকারি সাহায্যের আশ্বাস দেন। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও অনির্বাণ বসু জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের ত্রাণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page