top of page

চাঁচলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৫ দোকান

বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত পাঁচটি দোকান। দমকল কর্মীদের তৎপরতায় আগুন থেকে রেহাই পেল গোটা বাজার। ঘটনাটি ঘটেছে চাঁচল দৈনিক বাজারে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে হঠাৎ চাঁচল দৈনিক বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমেষে সেই আগুন ছড়িয়ে যায় পাশাপাশি দোকানগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়েছে চারটি মুদিখানার ও একটি সবজির দোকান। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুনে প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।ওই বাজারের ব্যবসায়ীরা জানান, দমকল সঠিক সময়ে এসে দ্রুতগতিতে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের যে ভয়াবহতা ছিল তাতে দমকলকর্মীরা সঠিক সময়ে না এলে পুরো বাজারটা হয়তো পুড়ে ছাই হয়ে যেত।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page