পুকুর দখলকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙচুর পুলিশের গাড়িতেও
পুকুর দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি ইংরেজবাজারের মানিকপুরে। ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়িতেও। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েজন। আহতরা বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
মানিকপুর এলাকায় একটি সরকারি পুকুর রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার বাসিন্দা নেপাল ব্যাপারী সেই পুকুর দখল করতে চাইছেন। এনিয়ে আজ স্থানীয় লোকজন নেপাল ব্যাপারীর বাড়ির পাশে ওই এলাকা দেখতে যান। সেই সময় নেপাল ব্যাপারীর বাড়ির ছাদ থেকে ইট ছোঁড়া হয়। সেই ইটের আঘাতে গুরুতর আহত হন দুজন। এরপর স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালায় নেপাল ব্যাপারীর বাইরে থেকে আনা লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
এদিকে নেপাল ব্যাপারীর স্ত্রীর অভিযোগ,
আজ সকালে স্থানীয় কিছু লোকজন তাঁদের বাড়িতে এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। বাড়িতে ইট ছুঁড়তে থাকে। সেই সময় রাগে তাঁর মেয়ে ছাদ থেকে একটি ইটের টুকরো ছোঁড়ে তাতে নাকি দুজন আহত হন। এরপরেই ওরা দরজা ভেঙে বাড়িতে ভাঙচুর চালাতে থাকে। পুরো বাড়ি ভেঙে শেষ করে দিয়েছে ওরা। এমনকি পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments