বকেয়া বেতনের দাবিতে মেডিকেলে কর্মবিরতি অস্থায়ী কর্মীদের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 9
- 1 min read
বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে কর্মবিরতিতে সামিল হলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগের অস্থায়ী কর্মীরা। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার না হওয়ায় সমস্যায় পড়তে হয় রোগী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদেরও। যদিও মেডিকেল কর্তৃপক্ষের আশ্বাসে দুপুর ১টা নাগাদ কর্মবিরতি তুলে নেন অস্থায়ী কর্মীরা।
মেডিকেলের অস্থায়ী কর্মীদের অভিযোগ, তাঁরা একটি বেসরকারি সংস্থার অধীনে দীর্ঘদিন ধরে মেডিকেলে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছেন। যে কোম্পানির অধীনে তাঁরা কাজ করছেন ওই কোম্পানি তাঁদের দুই মাস কাজ করানোর পর এক মাসের টাকা দিচ্ছে। অনেকেই আবার দু-তিন মাস ধরে বেতন পর্যন্ত পাননি। অনেকের বেতন থেকে বেআইনিভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তাঁরা বারবার মেডিকেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে সোমবার সকাল থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেছেন।
এদিকে, অস্থায়ী কর্মীদের কর্মবিরতির খবর পেয়ে মালদা মেডিকেলে ছুটে আসেন রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। মেডিকেল কর্তৃপক্ষ রোগী কল্যাণ সমিতির সদস্যকে সঙ্গে নিয়েই অস্থায়ী কর্মীদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি তুলে নেন অস্থায়ী কর্মীরা।

মেডিকেল সুপার প্রসেনজিৎ বর জানান, অস্থায়ী কর্মীদের নিয়ে বৈঠক করেছি। বৈঠকে রোগী কল্যাণ সমিতির সদস্যও উপস্থিত ছিলেন। ওই সংস্থার আধিকারিকরা অস্থায়ী কর্মীদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন। দুপুর থেকে অস্থায়ী কর্মীরা কর্মবিরতি তুলে কাজে যোগদান করেছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários