মালদা স্টেশন দিয়ে ছুটল রাজধানী
top of page

মালদা স্টেশন দিয়ে ছুটল রাজধানী

মালদা টাউন স্টেশন দিয়ে ছুটল তেজস রাজধানী এক্সপ্রেস। আজ দুপুর তিনটে নাগাদ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এসে পৌঁছয় এই ট্রেন। সবুজ পতাকা দেখিয়ে মালদা টাউন থেকে তেজস রাজধানী এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন বিজেপির সাংসদ বিধায়করা।



রেল সূত্রে জানা গিয়েছে, ২০৫০১ নম্বর তেজস রাজধানী এক্সপ্রেস আনন্দ বিহার থেকে ছেড়ে কানপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, পাটনা, জামালপুর, ভাগলপুর, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, রঙ্গিয়া, গুয়াহাটি, বদরপুর, ধর্মনগর, আমবাসা হয়ে আগরতলা পৌঁছবে৷ আগরতলা থেকে ওই রুট ধরেই ২০৫০২ তেজস রাজধানী এক্সপ্রেস আনন্দ বিহার পৌছবে। শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণিতে টিকিটের মূল্য নির্ধারিত করা হয়েছে ৫২১৫ টাকা, দ্বিতীয় শ্রেণিতে ৩৩৯০ টাকা ও তৃতীয় শ্রেণিতে টিকিটের মূল্য নির্ধারিত করা হয়েছে ২৩১৫ টাকা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page