বাড়িতে বকুনি খেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী কিশোরী
এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার রামসিমূল এলাকায়। মৃত ওই নাবালিকার নাম সাহিদা খাতুন (১৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়িতে মায়ের বকুনি খেয়ে অভিমানে শোওয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোরী। পরিবারের লোকজন ওই নাবালিকাকে উদ্ধার করে চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতীকী ছবি। #Harishchandrapur
Comments