top of page

বিসর্জনে গিয়ে ফুলহরে তলিয়ে গেল কিশোর

গঙ্গার পর এবার ফুলহরে তলিয়ে মৃত্যু এক পড়ুয়ার। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে মানিকচকের মথুরাপুরেকালীটোলা গ্রামের খেজুরবোনা ঘাটে। খবর লেখা পর্যন্ত ওই পড়ুয়ার খোঁজ মেলেনি। পড়ুয়ার দেহের খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর।


মৃত পড়ুয়ার নাম বিশু রায় (১৬)। বাড়ি মথুরাপুরের রায়পাড়া এলাকায়। বিশু স্থানীয় মথুরাপুর বিএসএস হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ত৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় খেজুরবোনা ঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন স্থানীয় লোকজন। সেই লোকজনের সঙ্গে ছিল বিশুও। ভরা ফুলহরে নামতেই জলের স্রোতে বিশু ভেসে যায়। সঙ্গে থাকা লোকজন বিশুকে বাঁচানোর চেষ্টা করেও সফল হতে পারেনি। খবর পেয়ে ঘাটে ছুটে আসেন পরিবারের লোকজন। রাত হয়ে যাওয়ায় গতকাল আর বিশুর খোঁজ চালানো যায়নি। আজ সকাল থেকে বিশুর দেহের খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর।


ree

বিশুর বাবা অরুণ সাহা জানান, ছেলে গতকাল বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে নদীতে এসেছিল৷ সেই সময় ও জলে তলিয়ে যায়। ওর সঙ্গে থাকা লোকজন চেষ্টা করেও ওকে বাঁচাতে পারেনি।


স্থানীয় বাসিন্দা কালীপদ প্রামানিক জানান, ফুলহর বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এই পরিস্থিতিতে বিশুর দেহের খোঁজ পাওয়া বেশ কষ্টকর। প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব দেহ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হোক।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page