top of page

ঋণের কিস্তির টাকা চাওয়ায় দলনেত্রীকে মারধরের অভিযোগ চাঁচলে

ঋণের কিস্তির টাকা চাইতে গিয়ে দলনেত্রীকে মারধরের অভিযোগ উঠল এক সদস্য সহ দু’জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁচলের রামদেবপুর এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মহিলাদের স্বনির্ভর করতে বহু বেসরকারি সংস্থা মহিলাদের লোন দেয়। সরকারিভাবেও মহিলাদের ঋণ দেওয়া হয় স্বনির্ভর করতে। রামদেবপুরেও একটি সংস্থা মহিলাদের লোন দেয়। ওই এলাকার মহিলারা একটি দল তৈরি করে ঋণ নেন। জানা গিয়েছে, দলের বেশিরভাগ মহিলারা কিস্তির টাকা ফেরত দিলেও কয়েকজন কিস্তি না দেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছিল দলের সকলকে। গতকাল রাতে এমনই একজন সদস্য নাজিমা বিবির বাড়িতে কিস্তির টাকা চাইতে যান দলনেত্রী চন্দনা মণ্ডল ও অন্যান্য সদস্যরা। অভিযোগ, কিস্তির টাকা চাওয়ায় নাজিমা ও তাঁর দুই ছেলে চন্দনাদেবীকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে ভরতি করেন।



যদিও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন নাজিমা বিবি। তাঁর দাবি, চন্দনাদেবী দলবল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। কোনোরকমে তাঁরা প্রাণে বেঁচেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page