top of page

কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে এবার বিক্ষোভে শিক্ষকরা

Updated: Aug 17, 2020

কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার দাবির পরে এবার স্কুলের শিক্ষকদের নিরাপত্তার দাবি উঠল। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আদিনা সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ দেখান শিক্ষকরা।



জানা গেছে, শুক্রবার পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের বরকোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ঝা'র

উপর হামলা চালায় ফারমিলা বিবি নামে এক মহিলা। অভিযোগ, রাজীববাবুর কাছে মিড-ডে মিলের আছিলায় কয়েকলক্ষ টাকা দাবি করে ওই মহিলা। সেই টাকা না পেয়েই লাঠি নিয়ে রাজীবাবুর ওপর চড়াও হয় সে।

এই ঘটনায় মালদা থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়। কিন্তু ঘটনার তিন দিন কেটে গেলেও কোন সুরাহা না হওয়ায় এবং আদিনা সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমিত্র সরকারকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপ না নেওয়ায় শিক্ষকরা অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।


বিক্ষোভরত শিক্ষকরা জানান, বর্তমান পরিস্থিতিতে প্রায়ই শিক্ষকরা নানা অজুহাতে নানা ভাবে আক্রান্ত হচ্ছেন। শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবর বিদ্যালয় পরিদর্শক এই ঘটনার পরেও কোনও পদক্ষেপ নেননি, তাই

বাধ্য হয়ে তাঁরা অবস্থান বিক্ষোভে নেমেছেন।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page