top of page

হাত না ধুলে চা দেবেন না এই দোকানি

হাত না ধুলে চা দেবেন না এই দোকানি। একথা শুধু মুখে বলে ক্ষান্ত হচ্ছেন না চা বিক্রেতা উজ্জ্বল সিংহ। ফ্লেক্স ব্যানারও সাটিয়েছেন ঠেলাগাড়িতে। সরকার যখন করোনাভাইরাস প্রতিরোধে নানান পদক্ষেপ নিয়েছে, সেসময় এই চা বিক্রেতার এই পদক্ষেপে সাথ দিয়েছেন তাঁর নিয়মিত খদ্দেরাও।


মালদা শহরের সুকান্ত মোড়ে বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত চায়ের দোকান চালান উজ্জ্বল সিংহ। বাড়ি শহরের বিবেকানন্দ পল্লিতে। গতকাল তিনি দোকানের পাশে রেখেছেন হাত ধোঁয়ার ব্যবস্থা। শহরে স্যানিটাইজার অমিল তাই হাত পরিষ্কার করতে রেখেছেন লিকুইড সাবানও। একটি ব্যানার লাগিয়েছেন ঠেলাগাড়ির দোকানে। তাতে লেখা, সচেতন থাকার জন্য হাত ধুয়ে চা খান। জানা গেল দোকানির বক্তব্য, প্রথমে হাত ধুতে হবে, তারপর চা দেব। করোনাভাইরাসের সংক্রমণের কথা শুনেছি, তাই সবাইকে অনুরোধ করছি হাত ধুয়ে চা নিতে। মানুষজন শুনছেনও সেকথা, নির্দ্বিধায় হাত ধুয়েই চা পান করছেন তাঁরা।উজ্জ্বলবাবুর এই উদ্যোগে খুশি পথচলতি মানুষ। দোকানে এসে হাত ধুয়ে এক কাপ চা খেয়ে যাচ্ছেন বহু মানুষ। তবে হাত না ধুলে চা দেবেন না এই দোকানি।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুনComments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page