top of page

গৌড়বঙ্গের তিন জেলাকে নিয়ে সিনার্জি মালদায়

গৌড়বঙ্গের তিন জেলায় ব্যক্তিগত উদ্যোগে ছোটো শিল্প গড়ে উঠলেও বড়ো শিল্প নেই বললেই চলে। শিল্প স্থাপনে গতি আনতে শনিবার মালদা জেলায় আয়োজিত হল গৌড়বঙ্গের চতুর্থ সিনার্জি। মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তজমুল হোসেন ও গোলাম রব্বানি। তিন জেলার সভাধিপতি, জেলাশাসক সহ জন প্রতিনিধিরাও।


শিল্পদ্যোগীদের নিয়ে সভার পোশাকি নাম সিনার্জি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০১৩ সাল থেকে কয়েক বছর পর পর শিল্পদ্যোগীদের নিয়ে এই সভা আয়োজিত হয়। এদিনের সভাতে শতাধিক শিল্পদ্যোগী অংশ নিয়েছিলেন। শিল্প স্থাপনের ক্ষেত্রে শিল্পদ্যোগীদের বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে এদিনের সভায় আলোচনা হয়।



মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা জেলায় জেলায় গিয়ে শিল্পদ্যোগী নিয়ে আলোচনা করি। কখনও দুই-তিন জেলার শিল্পদ্যোগীদের নিয়ে একসঙ্গে আলোচনা করা হয়। শিল্পদ্যোগীদের সমস্যা সমাধানের জন্য আমাদের দপ্তরের পাশাপাশি ভূমি দপ্তর, বিদ্যুৎ দপ্তর, পিএইচই দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরাও থাকেন। শিল্পদ্যোগীদের লোনের সমস্যা দূর করতে ব্যাংক কর্তৃপক্ষও আলোচনা সভায় উপস্থিত থাকে। ২০১৮ সালের পর এবার মালদাতে এই সভার আয়োজন করা হয়। মালদা জেলার বেশি সংখ্যক উদ্যোগপতিদের সঙ্গে আলোচনার জন্য আমাদের এখানে আসা। সারা বছর ধরে আমরা যে সমস্ত আবেদন পেয়েছে, আমরা তা অনুমোদন করেছি। শিল্পদ্যোগীদের বিভিন্ন দপ্তরের তরফে ভিডিয়ো প্রেজেন্টেশন তুলে ধরা হবে। এতে শিল্পদ্যোগীদের যেখানে যা সমস্যা রয়েছে তা সমাধানের রাস্তা ওনারা খুঁজে পাবেন। বিভিন্ন সরকারি মেলার মাধ্যমে আমরা ছোটো ছোটো উদ্যোগপতিদের ব্যবসার ব্যবস্থা করে থাকি। মহিলারা নিজে কিছু করার চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এলে আমাদের সরকার তাঁদের সবরকম সহযোগিতা করবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page